MMonir Trainer 2 years ago |
ইব্রাহিম ইবনে আদহাম রহ. ও কুকুরের একটি ঘটনা:
]ইব্রাম ইবনে আদহাম রহ. থেকে একটি ঘটনা পাওয়া যায় যে, তিনি একদিন খুব ক্ষুধার্ত ছিলেন। তিনি ডাস্টবিনের কাছে কিছু উচ্ছিষ্ট দেখতে পেয়ে খাওয়া শুরু করে দেন। হঠাৎ একটি কুকুর এসে অপর পাশ দিয়ে খাওয়া শুরু করে। একটু পর কুকুরটি ঘেউ ঘেউ শুরু করলে ইব্রাহিম ইবনে আদহাম রহ. বলেন, আমার খাওয়ার জন্য তুমি ঘেউ ঘেউ করো না, তোমার খাওয়ার জন্যও আমি ঘেউ ঘেউ করব না। তুমি তোমার দিক থেকে খাও আর আমি আমার দিক থেকে খাই। যদি আমি জান্নাতে যাই তাহলে আমি তোমার থেকে উত্তম। আর যদি জাহান্নামে যাই, তাহলে তুমি আমার থেকে উত্তম।
আজ থেকে হাঁটার পথে রাস্তার পাশে থাকা কুকুরটির দিকে তাকিয়ে
বলতে পারব, হে কুকুর, আমি যদি জান্নাতে যাই, তাহলে আমি তোমার থেকে উত্তম। আর যদি জাহান্নামে যাই, তাহলে কুকুর, তুমি আমার থেকে উত্তম! কারন তুমি কখনই জাহান্নামে যাবেনা, তোমারতো আমার মতন হতভাগা হওয়ার অবকাশ নেই।
Alert message goes here